মরদেহ নিয়ে সড়ক অবরোধ আমতলীতে ইসলামী আন্দোলন নেতা বাস চাপায় নিহত

হোম পেজ » বরগুনা » মরদেহ নিয়ে সড়ক অবরোধ আমতলীতে ইসলামী আন্দোলন নেতা বাস চাপায় নিহত
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে ইসলামী আন্দোলনের মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় মাওলানা মো. রেজাউল করিম (৪২) নামের এক প্রভাষক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন। নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন। রাত ৯টার দিকে ঘাতক বাস ও স্টাফদের আটকের খবর পেয়ে তারা অবরোধ তুলে নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখা ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন দিবস’ ও ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ আয়োজন করে। বিকেলে সমাবেশ শেষে প্রভাষক রেজাউল করিম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কুয়াকাটাগামী ছন্দা পরিবহনের বাস তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার সঙ্গী আব্দুল হক মল্লিক।

আব্দুল হক মল্লিক বলেন, বেপরোয়া গতিতে বাসটি আমাদের চাপা দেয়। রেজাউল ভাই ঘটনাস্থলেই মারা যান, আমি সামান্য আহত হই।

ঘটনার পরপরই নেতাকর্মীরা মরদেহ নিয়ে সড়কে অবস্থান নেন। এতে একে স্কুল থেকে ডাক্তারবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত পৌনে ৯টার দিকে পুলিশ বাসটি ও চালকসহ স্টাফদের মহিপুর থানায় নিয়ে যায়।

ইসলামী আন্দোলন আমতলী উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ঘাতক চালক ও স্টাফদের আটকের পর আমরা অবরোধ প্রত্যাহার করেছি। চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুচ হাওলাদার বলেন, প্রভাষক রেজাউল করিম অত্যন্ত দায়িত্বশীল শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। দোষীদের শাস্তি দাবি করছি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বাস ও সংশ্লিষ্টদের মহিপুর থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২:১১:৩০ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ