কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ খুলনার কিশোর

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ খুলনার কিশোর
বুধবার ● ৬ আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ খুলনার কিশোরকে উদ্ধারের তৎপরতার একাংশ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মিয়া সামাদ সিদ্দকী (১৭) নামে খুলনার এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। সে খুলনা থেকে আসা সাতজনের পর্যটক দলের একজন। দলটি সোমবার কুয়াকাটায় এসে একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার সকালে তাদের মধ্যে পাঁচজন সৈকতে গোসলে নামলে সাঁতার না জানা সামাদ সাগরে তলিয়ে যায়। সামাদের সঙ্গীরা তীরে উঠলেও সামাদ আর ফিরতে পারেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগোনোর আগেই সে তলিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালাচ্ছি। নিখোঁজ সামাদের সঙ্গী সেলিম রেজা বলেন, আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনকে হারিয়ে ফেলবো ভাবিনি। খুবই চিন্তিত আমরা।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা সৈকতের নিখোঁজ হওয়া সেই জিরো পয়েন্ট এবং এর আশেপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৩৪ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ