মির্জাগঞ্জে চাঁদাবাজ শাহাদাত গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে চাঁদাবাজ শাহাদাত গ্রেফতার
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫



মির্জাগঞ্জে চাঁদাবাজ শাহাদাত গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে মো. শাহাদাত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার রাতে উপজেলার কাঠালতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, শাহাদাত ইউনিয়ন পরিষদের জামে মসজিদ থেকে জোরপূর্বক ৫০০ কেজি রড নিয়ে যান। সরোয়ার হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা আদায় করেন। মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।

এছাড়া, চৌকিদার হাবিবুর রহমানের মেয়ে খুশি আক্তারের দোকান থেকে মালামাল জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম ২৪ জুলাই থানায় মামলা করেন।

এর ভিত্তিতে মির্জাগঞ্জ থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মসজিদের মালামাল আত্মসাতের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:০৯ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ