বাবুই পাখির স্বপ্নভঙ্গ! গলাচিপায় বাসা-ডিম ধ্বংসে উদ্বেগ পরিবেশবাদীদের

হোম পেজ » পটুয়াখালী » বাবুই পাখির স্বপ্নভঙ্গ! গলাচিপায় বাসা-ডিম ধ্বংসে উদ্বেগ পরিবেশবাদীদের
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫


ভেঙ্গে ফেলার পর বাসা-ডিম কুড়িয়ে এভাবে এক জায়গায় জড়ো করা হয়

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর আমখোলা গ্রামে ধ্বংস করা হয়েছে ৩০টির বেশি বাবুই পাখির বাসা ও ২০টির বেশি ডিম।

স্থানীয়রা জানান, ধানক্ষেতের পাশের তালগাছে থাকা বাসাগুলো বাশ দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন ওই এলাকার সিদ্দিক মোল্লা। বাসায় ডিম থাকাকালীন বুধবারের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বসবাসের উপযোগী তালগাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখির অস্তিত্বই এখন হুমকির মুখে। এর মধ্যেও যা টিকে আছে, সেসবের বাসা-ডিম নষ্ট করায় পরিবেশবাদীরা এটিকে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Animal Lovers of Patuakhali (ALP) এবং Voice for Voiceless দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫১:২৫ ● ১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ