কুয়াকাটায় বাঁধের গাছ কেটে দোকানঘর, নীরব প্রশাসন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় বাঁধের গাছ কেটে দোকানঘর, নীরব প্রশাসন
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


বেড়িবাাঁধে রোপণকৃত গাছ কেটে এভাবে বসানো হচ্ছে দোকানঘর

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকানঘর নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এসব কাজ চলছে।

মহিপুরের ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় বেড়িবাঁধের ঢালে বন বিভাগের সৃজিত গাছ কেটে দোকানঘর তুলছে রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আব্দুল জলিল আকন, মহিম হাওলাদার ও আব্দুর রশিদ হাওলাদার। স্থানীয়দের দাবি, দোকান ঘরগুলো পজেশন দিয়ে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এতে বাঁধের সুরক্ষা ও উপকূলীয় পরিবেশ হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।

স্থানীয় বাসিন্দা বাশার বলেন, বাঁধ রক্ষায় গাছ লাগানো হয়েছিল। এখন সেই গাছ কেটে দোকান হচ্ছে- এটা দুঃখজনক।

বেড়িবাাঁধে রোপণকৃত গাছ কেটে এভাবে বসানো হচ্ছে দোকানঘর

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর সদস্য কামাল হাসান রনি বলেন, বাঁধ ও উপকূলীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

 

গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, গাছ কাটায় তারা বাধা দিলেও কেউ মানছে না।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানা ছিল না, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাউবোর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারিকুজ্জামান তুহিনও তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে ঘর নির্মাণ কাজ বন্ধে কারও পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ২০:১১:৩২ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ