ঝুঁকিপূর্ণ শেল্টার অপসারণে আশ্বাস, স্বস্তি কুয়াকাটায়

হোম পেজ » কুয়াকাটা » ঝুঁকিপূর্ণ শেল্টার অপসারণে আশ্বাস, স্বস্তি কুয়াকাটায়
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার কাম এলজিইডির সেই বাংলোটি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

 

অবশেষে আন্দোলনের মুখে কুয়াকাটার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝুঁকিপূর্ণ তিনতলা সাইক্লোন শেল্টার অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এতে পাশে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়ন্ত্রিত দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার কাম ডাকবাংলো ভবনটি আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করা হবে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ভবনটির পাশেই অবস্থিত লতাচাপলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে। শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকে। এমনকি খেলার মাঠ ব্যবহারেও বাধা সৃষ্টি হয়।

 

উল্লেখ্য, স্থানীয় সচেতন মহলের আন্দোলন এবং কুয়াকাটা বয়েজ ক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনের প্রেক্ষিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৭ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ