আইনী পদক্ষেপ গ্রহণ মোংলায় বঙ্গোপসাগর থেকে ৩৪ ভারতীয় জেলে আটক

হোম পেজ » খুলনা » আইনী পদক্ষেপ গ্রহণ মোংলায় বঙ্গোপসাগর থেকে ৩৪ ভারতীয় জেলে আটক
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় দুটি ফিসিং ট্রলারও জব্দ করা হয়েছে।

 

সেমবার সকালে মোংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে ট্রলার ও জেলেদের আটক করা হয়। এরপর রাতে তাদের মোংলার দিগরাজ নৌঘাটিতে নিয়ে আসা হয়েছে।

 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আটক ট্রলার দুটির নাম এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি-৩৮। ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে। রাতে এসব মাছ মোংলা পৌর ফেরিঘাটে প্রকাশ্যে নিলামে তোলা হয়।

 

তিনি আরও জানান, সমুদ্রের বাংলাদেশ অংশে নৌবাহিনীর নিয়মিত টহলের সময় রাডারে ট্রলার দুটির অবস্থান ধরা পড়ে। সন্দেহ হলে নৌবাহিনীর জাহাজ কাছাকাছি গেলে ভারতীয় জেলেরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুই ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

 

আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ৬:৩৩:০০ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ