পিরোজপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


 

পিরোজপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালনের একাংশ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

চাকরিতে ১৪তম গ্রেডসহ ছয় দফা দাবিতে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

জেলার সাত উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর- ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। স্লোগান ও প্ল্যাকার্ডে তারা নিজেদের দাবিগুলো তুলে ধরেন।

 

সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। মাঠ পর্যায়ে কাজ করেও তারা ন্যায্য মর্যাদা ও বেতন পাচ্ছেন না। জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও তাদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে।

 

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে ০১। নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদান ০২। ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ০৩। টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত ০৪। ধারাবাহিক পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান ইত্যাদি।

 

তারা আরও বলেন, বহুবার দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে কর্মসূচিতে নেমেছি। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দওিয়া হবে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৪ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ