মৌসুমি বায়ুর প্রভাব উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, ৩ নম্বর সতর্ক সংকেত

হোম পেজ » আবহাওয়া » মৌসুমি বায়ুর প্রভাব উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, ৩ নম্বর সতর্ক সংকেত
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় অঞ্চল এবং পায়রা সমুদ্র বন্দরসহ অন্যান্য সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া গত দু’দিন ধরে কুয়াকাটা-কলাপাড়া উপকূল জুড়ে থেমে থেমে মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত২৪ ঘন্টায় ১২০ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করেছে। শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবার পাশপাশি অপেক্ষাকৃত নিচু এলাকা এক থেকে দেড় ফুট পানির নিচে ডুবে গেছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে।


এ অবস্থায় পায়রা, মোংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ০৩  নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহওয়া অফিস।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৫ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ