গলাচিপায় এক সন্তানের জননীকে মারধর, যৌতুকের অভিযোগে মামলা

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় এক সন্তানের জননীকে মারধর, যৌতুকের অভিযোগে মামলা
শনিবার ● ৫ জুলাই ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী) 

পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দাবিতে শাবনুর আক্তার (২৫) নামে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন জানান, শাবনুরের মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ রয়েছে। শাবনুর আক্তার গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে সকাল ১০টায় পারিবারিক কলহের জেরে বসতঘরের সামনের বারান্দায় হাসান সিকদার, মহিউদ্দিন মুন্সি, মজিবর সিকদার, ফাতেমা বেগম ও শিল্পী বেগম তাকে মারধর করেন।

 

ঘটনার পর শাবনুর আক্তার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত গলাচিপা থানাকে এজাহার নেয়ার নির্দেশ দিলে মামলা রুজু হয় (নম্বর-২৩, তারিখ: ২২/০৫/২০২৫)।

 

শাবনুর অভিযোগ করেন, মামলা করার পর আসামিরা তাকে ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে গলাচিপা থানায় সাধারণ ডায়েরিও করেছেন (নম্বর-১৩০৬, তারিখ: ৩০/০৫/২০২৫)।

 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামিরা মামলা থেকে অব্যাহতি পেলে আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলতে পারে। আদালতের কাছে দাবি, যেন তারা অব্যাহতি না পায়।

 

এ বিষয়ে শাবনুরের বাবা হারুন গাজী বলেন, আমার মেয়ের উপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ন্যায়বিচার একমাত্র আদালতই দিতে পারে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ