বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলা » বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯


ছবি: প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥
বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলায় বানারীপাড়া পৌরসভা একাদশ ১-০ গোলে ইলুহার ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেল ৪টায় বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে এ দু’টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রেফারী শাহিন মাহমুদ’র পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মাথায় বানারীপাড়া পৌরসভা একাদশ’র পক্ষে এক মাত্র জয়সূচক গোল করে টুর্ণামেন্টের শেরা গোলদাতা মারুফ ও একই দলের গোলকিপার সুব্রত শীল শেরা গোল রক্ষক নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি বিতরণ করেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আনোয়ার হোসেন।
বরিশাল সদর ইউএনও মো. মোশারেফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, টুর্ণামেন্ট কমিটির নির্বাহী প্রধান অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল ও ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

এসএমজিএমআর/কেএস  

বাংলাদেশ সময়: ২০:০৭:১১ ● ৫৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ