কলাপাড়ায় নারী ইউপি সদস্যের অপসারনের দাবীতে মানবন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় নারী ইউপি সদস্যের অপসারনের দাবীতে মানবন্ধন
সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯


কলাপাড়ায় নারী ইউপি সদস্যের অপসারনের দাবীতে মানবন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ ভিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শাহানারা বেগম শানুর অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়ে’শ নারী পুরুষসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা অংশগ্রহন করেছে। এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারসহ ইউপি সদস্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শা নামের এক সুবিধাভোগী নারী জুতাপেটা করেন শাহানারা বেগম। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত মহিলা মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট। চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগন্ডা ছড়াচ্ছেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৪ ● ৫১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ