ঝালকাঠির অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠির অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯


ঝালকাঠির অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠির কাঁঠালিয়ায় অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব।
বুধবার রাতে উপজেলার দক্ষিণ চেঁচরি গ্রামের বাড়ি থেকে মাদক ব্যাবসায়ী মো. জামাল হাওলাদারকে (২৫) আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে তাকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করে র‌্যাব। এ ঘটনায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব জানায়, দক্ষিণ চেঁচরি গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাঁর যন্ত্রণায় অতিষ্ট ছিল এলাকাবাসী। খবর পেয়ে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে একটি ওয়ান সুটারগান, তিন রাউন্ড গুলি ও ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি জামালকে আটক করা হয় ।
এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে আলাদা দুইটি মামলা দায়ের করেন।
কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক বলেন, মাদক কারবারি জামাল হাওলাদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কেই/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩৯:৪৮ ● ৪৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ