আমতলী থানার ওসি প্রত্যাহার

প্রথম পাতা » বরগুনা » আমতলী থানার ওসি প্রত্যাহার
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্ব ও দায়িত্বে অবহেলার অভিযোগে আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ প্রত্যাহরের আদেশ দেন।
জানাগেছে, আমতলী  উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ। নির্বাচন শুরুর পর থেকেই আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষপাতিত্ব ও দায়িত্ব অবহেলা করেন। এমন অভিযোগ এনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জিএম দেলওয়ার হোসেন জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেন। ওই অভিযোগপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে  প্রেরন করেন। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করে নেয়।
বরগুনা জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা  (এডিসি জেনারেল) মাহবুবুর রহমান ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চত করে বলেন, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী ওসি আলাউদ্দিন মিলনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্ব অবহেলার অভিযোগ দেন। ওই অভিযোগ নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছিলাম। ওই অভিযোগের আলোকে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:২১:০৭ ● ৯৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ