এক ইঞ্চি খালও কাউকে দখল করতে দেওয়া হবে না: মেয়র খোকন

প্রথম পাতা » সর্বশেষ » এক ইঞ্চি খালও কাউকে দখল করতে দেওয়া হবে না: মেয়র খোকন
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
খাল দখলদার কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার রাজধানীর কুতুবখালী খাল পরিষ্কার কার্যক্রমের গিয়ে মেয়র বলেন, এক ইঞ্চি খালও কাউকে দখল করতে দেওয়া হবে না। রাজধানী ঘিরে থাকা খালগুলো উদ্ধার করে জলাধার ফিরিয়ে দেওয়া হবে। দখলদাররা যে মতাদর্শের লোকই হোক বা যে দলেরই হোক, তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।
এসময় তার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই। এ সময় মেয়র জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের ৭৩ কিলোমিটারের ওপর থেকে ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে জানিয়ে তিনি বলেন, খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা করব।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:০০:০৬ ● ৪৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ