ভাগ্য চাকা ঘুরছে সেলিমের চরফ্যাশনে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ

প্রথম পাতা » ভোলা » ভাগ্য চাকা ঘুরছে সেলিমের চরফ্যাশনে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


চরফ্যাশন বেতুয়া সড়কে পৌর সভার ৬নং ওয়ার্ডে ভাসমান প্রদ্ধতিতে মাছ চাষ।

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন আসলামপুর ৮ নম্বর ওয়ার্ডেও মোহাম্মদ সেলিম। উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে শুরু করেন ভাসমান প্রদ্ধতিতে খাঁচায় মাছ চাষ। উন্মুক্ত জলাশয় বা নদীর কিনারে আকাশী রঙের জাল ও বাঁশ দিয়ে তৈরী এ খাঁচায় মাছ চাষ করে নিজের জীবনের পরিবর্তন এনেছেন, হয়েছেন স্বাবলম্বী। সরাসরি তার এই মাছ চাষ পদ্ধতি দেখে এবং সেলিমের সাথে কথা বলে জানা যায়, প্রথমে ছোট এই নদীর ধারে খাঁচা তৈরী করে ছোট ছোট মাছের পোনা এনে ছেড়েছেন। এখানে শ্রোতের সাথে ভেসে আসা প্রাকৃতিক খাবার খেয়ে মাছ বড় হতে থাকে বলে মাছের বাড়তি খাবারে তেমন খরচ হয়না। তাছাড়াও পুকুরে মাছ চাষের তুলনায় তেলাপিয়া, পাঙ্গাস, গলদা চিংড়ি চাষ করে চার মাস পর প্রায় ২০ গুণ বেশি উৎপাদন এবং লাভ করতে পারেন। এ পদ্ধতিতে প্রথমে ১০ টি খাঁচায় চাষ করলেও বর্তমানে ৩০টি খাঁচায় মাছ চাষ করছেন বলেও আমাদের জানান মোহাম্মদ সেলিম।
এব্যাপারে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার জানান, নতুন এই মাছ চাষের পদ্ধতি আমিষের ঘাটতি পূরণসহ বেকার সমস্যা সমাধান সম্ভব। তিনি বলেন, সরকারি ভাবে ২০১৫ সালে এ পদ্ধতিতে মাছ চাষে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন এলাকায় এ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে; আবার জেলা উপজেলা মৎস্য কর্মকর্তার পক্ষ হতে এ পদ্ধতিতে মাছ চাষ বাড়িয়ে তোলার জন্য মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে কারো পরামর্শ প্রয়োজন হলে সরাসরি নিকটস্থ মৎস্য অফিসে যোগাযোগ করার জন্য বলেন এই মৎস্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:২০:১২ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ