বাউফলে ঐতিহ্যবাহী মহেন্দ্র পাগল আশ্রমে ৫০তম মেলা শুরু

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে ঐতিহ্যবাহী মহেন্দ্র পাগল আশ্রমে ৫০তম মেলা শুরু
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফল পৌর সভার ফুলতলা এলাকায় ঐতিহ্যবাহী মহেন্দ্র পাগল আশ্রমের ৫০ তম মেলার পাঁচদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানে শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে আশ্রমের সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ অধিবাস অনুষ্ঠানে প্রধান অতিথি দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস প্রদীপ প্রজ্জলন করে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, বাউফল কালী বাড়ি কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিৎ সাহা ও সাধারণ সম্পাদক সাগরকন্যা বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে আশ্রমের সাথে সংশ্লিষ্ট ৫০ জন গুণীকে সম্মাননা হিসেব ক্রেস্ট প্রদান করা হয়।
আগামী শনিবার পর্যন্ত চলমান এই ধর্মীয় মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলাঙ্গন উৎসবমূখর হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০১ ● ৬৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ