বামনায় ক্ষতিগ্রস্ত বেরীবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » বরগুনা » বামনায় ক্ষতিগ্রস্ত বেরীবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪


বামনায় ক্ষতিগ্রস্ত বেরীবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় রেমলে বরগুনার বামনা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীর বেরীবাধ ভেঙ্গে লোকালয় পানি ঢুকে সাধারণ জনগণের ব্যপক ক্ষতি হয়। অধিকাংশ যায়গার বেরীবাধ নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
মঙ্গলবার গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি বামনা উপজেলার চলাভাঙ্গা, রামনা ও চেচান এলাকার ক্ষতিগ্রস্ত বেরীবাধ পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত বেরীবাধ নির্মাণ ও ভাঙ্গল কবলিত এলাকা ভাঙ্গল রোধের ব্যবস্থা করা হবে বলে ক্ষতিগ্রস্ত জনগণকে আশ্বস্ত করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, সংরক্ষিত ১৪ আসনের মহিলা সদস্য মোসাঃ ফারজানা সুমি, বরগুনা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আঃ ছালাম পিপিএম।
মন্ত্রী সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাথরঘাটা আসেন। পাথরঘাটা থেকে স্প্রীটবোট যোগে বরগুনা জেলার বামনা, বেতাগী, পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

 

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১১:৩১ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ