নেছারাবাদে চাচার কুঠারাঘাতে জখম ভাতিজা!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চাচার কুঠারাঘাতে জখম ভাতিজা!
শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫


নেছারাবাদে ভাতিজাকে কুঠারাঘাতে জখমের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে পারিবারিক বিরোধের জেরে ভাতিজাকে কুঠার (বাইশলা) দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ চাচতো চাচার বিরুদ্ধে। শনিবার (২৬ এপ্রিল) সকালে স্বরূপকাঠী পৌরসভার আকলম কাজী বাড়ীতে ওই ঘটনা ঘটেছে। আহত ভাতিজা কাজী মোঃ রিংকুকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা কাজী জসিম উদ্দিন মাসুমকে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ব্যাপারে আহত কাজী রিংকুর পিতা কাজী মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার বিষয়ে রিংকু জানায়, শনিবার সকালে রিংকুর চাচা কাজী মোঃ সাইদুল ইসলাম এর বাড়ীতে রাজ মিস্ত্ররা কাজ করতেছিল। তখন আমার চাচতো চাচা কাজী মাসুম নিজেদের জায়গা বাদী করে রাজ মিস্ত্রীদের কাজে বাধা দেয় এবং কাজ বন্ধ করার জন্য গালি-গালাজ করে। তখন আমি আগাইয়া গিয়া শান্ত হইতে বলি এবং মিস্ত্রীদের সাথে তর্ক-বিতর্ক না করে চাচা সাইদুল এর সাথে আলাপ করার পরামর্শ দেই। ইতিমধ্যে মাসুম চাচা বাসা থেকে দা নিয়ে আসিয়া আমাকে খুন করার হুমকী দেয়, উপস্থিত লোকজন দা নিয়ে গেলেও মিস্ত্রীর কাজে ব্যবহৃত কুঠার (বাইশলা) দিয়ে আমার মাথায় আঘাত করে জখম করে।
কাজী সাইদুর রহমান জানান, আমার পৈত্রিক জায়গায় বিল্ডিং এর কাজ মিস্ত্রীরা করতেছিল। তখন আমার চাচাতো ভাই মাসুম কাজী কাজে বাধা দেয় এবং আমার ভাতিজা রিংকুকে মিস্ত্রীদের বাইশলা দিয়ে আঘাত করে আহত করে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমন হালদার জানান, সকালে রিংকু নামে এক রোগিকে চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে। তার মাথায় জখমের কারনে শেলাই দিতে হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৩ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ