আমতলীতে আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩


আমতলীতে আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

দ্ব্দাশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা ও মিষ্টি বিতরন করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে বুধবার রাত সাড়ে সাতটায় উপজেলা আওয়ামীলীগের দু’টি গ্রুপ পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে।
বুধবার রাত সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের অনুসারীরা দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে। অপর দিতে রাত ৮ টার  দিকে একই স্থান থেকে উপজেলা আওয়ামীলীগ সাধারণ  সম্পাদক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে তার অনুসারীরা মিছিল বের হয়। দুই গ্রুপের পৃথক পৃথক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে শহরের অলিগলি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমানের  অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, কাউন্সিলর মীর হাবিবুর রহমান, সাবেক  উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা। অপর দিকে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, সাবেক কাউন্সিলর ডাঃ শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ ও যুবলীগ নেতা কবির হোসেন প্রমুখ। এ মিছিলে সহ¯্রাধীক আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২২ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ