গোপালগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া আলমগীর হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের চিহ্নিত চাঁদাবাজ আলমগীর ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় দুটি চাঁদাবাজির মামলা রয়েছে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আফজাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার বিশেষ অভিযানে উলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করত।

স্থানীয়দের দাবি, বিএনপির কোনো পদে না থেকেও আলমগীর দলীয় পরিচয় ভাঙিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তার দাপটে মানুষ আতঙ্কে ছিল। গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম সাগরকন্যাকে জানান, আলমগীরের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৪৩ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ