কালকিনিতে মিনিবার ফুটবল ফাইনাল: ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারণ

হোম পেজ » ঢাকা » কালকিনিতে মিনিবার ফুটবল ফাইনাল: ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারণ
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

কালকিনিতে মিনিবার ফুটবল ফাইনাল: ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারণ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল প্রিমিয়ারলীগ মিনিবার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় শিকারমঙ্গল বাজার একাদশ ও সরদার বাড়ি একাদশ। নির্ধারিত সময়ে ০-০ গোলে শেষ হওয়ায় ট্রাইব্রেকারে সরদার বাড়ি একাদশ ২-১ গোলে জয়ী হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আলমগীর বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, বাংলাদেশ সোনালী ব্যাংক কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখ, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া এবং সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা পরিচালনা করেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রীজ এবং রানার্সআপ দলের হাতে টিভি তুলে দেন।

শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ