ডাসারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রমিক দলের লিফলেট বিতরণ

হোম পেজ » ঢাকা » ডাসারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রমিক দলের লিফলেট বিতরণ
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

ডাসারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রমিক দলের লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলায় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে পাথুরিয়ার পাড় ও ধুলগ্রাম বাজারে লিফলেট বিতরণ করেন ডাসার উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম ফকির।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বনি আমিন, শ্রমিক দল নেতা মনির তালুকদার, বাবুল মাতুব্বর, হাকিম তালুকদার, চুন্নু বেপারী, আকবার হাওলাদার, আলমগীর মাতুব্বর, মজিবর খান, আলাউদ্দিন বেপারী, জুয়েল ঢালীসহ আরও অনেকে।

মোঃ শাহ আলম ফকির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা জনগণের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। জনগণ পরিবর্তন চায় এবং ন্যায্য অধিকার চায়। এই ৩১ দফা সেই পরিবর্তনের রূপরেখা।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এ ধরনের কার্যক্রম জনগণকে সচেতন করবে এবং দেশ গঠনে অংশ নিতে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ২০:১৬:০৬ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ