নেছারাবাদের বলদিয়ায় স্বেচ্ছাশ্রমে চলছে উন্নয়ন কার্যক্রম

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদের বলদিয়ায় স্বেচ্ছাশ্রমে চলছে উন্নয়ন কার্যক্রম
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


নেছারাবাদের বলদিয়ায় স্বেচ্ছাশ্রমে চলছে উন্নয়ন কার্যক্রম

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসী নিজেরাই গড়ে তুলছেন উন্নয়নের ধারা।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও স্থানীয় নেতা আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতের নেতৃত্বে গত কয়েক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তা, পুল ও অন্যান্য অবকাঠামো নির্মাণ ও সংস্কারের অন্তত ২২টিরও বেশি প্রকল্প সম্পন্ন ও চলমান রয়েছে। এসব উদ্যোগে কোনো সরকারি বরাদ্দ নেই- পুরোটাই স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সম্পন্ন হচ্ছে।

স্থানীয়দের মতে, বলদিয়া ইউনিয়নে ঐক্য, অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উদ্দীপনা। এসব কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ, যুবসমাজ ও স্থানীয় নেতারা।

বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, সবার আগে বলদিয়া- এই মূলমন্ত্রে আমরা ঐক্য, ভালোবাসা ও উন্নয়নের পথে এগোচ্ছি। সৈকত ভাইয়ের নেতৃত্বে বলদিয়া ইউনিয়ন আজ স্বনির্ভরতা ও জনসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রমাণ করে বিএনপির রাজনীতি কেবল আন্দোলন নয়, জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে নিবেদিত।

বাংলাদেশ সময়: ২০:৪০:১৪ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ