সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে- কুয়াকাটায় ইসি আনোয়ারুল

হোম পেজ » জাতীয় » সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে- কুয়াকাটায় ইসি আনোয়ারুল
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে- কুয়াকাটায় ইসি আনোয়ারুল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোডেক ট্রেনিং সেন্টারে পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের মোট ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, মাঠপর্যায়ে কোনো অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় বক্তারা নির্বাচনকালীন সময়ের নানা চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৫৭ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ