বামনায় সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল’র ইন্তেকাল

প্রথম পাতা » বরগুনা » বামনায় সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল’র ইন্তেকাল
সোমবার ● ১৬ অক্টোবর ২০২৩


বামনায় সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল’র ইন্তেকাল

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥


বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম সুরাইয়া কামাল মাধুরী রবিবার দিবাগত  রাত ১২-৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার কামালের সহধর্মিণী। তিনি অত্যন্ত দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, পরিশ্রমী, বিনয়ী, ন্যায়পরায়ণ, সৎ ও সদালাপী ছিলেন।
মৃত্যু কালে তিনি স্বামী  এক মেয়ে নাতী নাতনী সহ বহু আত্বীয় স্বজন রেখে যান।
গতকাল  সোমবার বাদ আসর  তাঁর শ্বশুর মরহুম আবুল হাশেম মিয়ার প্রতিষ্ঠিত হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:০১ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ