ভ্যানচালককে মারধর করলেন লতাচাপলীর ইউপি সদস্য!

প্রথম পাতা » পটুয়াখালী » ভ্যানচালককে মারধর করলেন লতাচাপলীর ইউপি সদস্য!
শনিবার ● ১২ আগস্ট ২০২৩


 

---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥

 

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নরে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত আকনের বিরুদ্ধে ভ্যানচালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।শনিবার (১২ আগষ্ট) দুপুরে ওই ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার অনুমতি না নিয়ে মাইক বাজানোর অভিযোগে মহিপুরের বিপিনপুর গ্রামের ভ্যানচালক মাহাবুবকে বেধরক পিটিয়ে আহত করেন ওই ইউপি সদস্য।

আহত ভ্যানচালক মাহাবুবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। মাহাবুবঅেভিযোগে জানান, ভ্যানে মাইকিং করার কারনে নাকি তার মুরগীর খামারের মুরগি মরে যায়, তাই তার উপরে অতর্কিত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ওই ইউপি সদস্য। এ ব্যাপারে অভিযুক্ত ওই ইউপি সদস্য সাখাওয়াত আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার গ্রামে মাইকিং করতে হলে আমার অনুমতি নিয়ে করতে হবে। এই ব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বিষয়টি সম্পর্কে অবগত আছনি বলেও দাবি ওই ইউপি সদস্যের। পরে কথা হয় লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লরি সাথে। তিনি বলেন,মূলত মাইকিং এর কারনে আমরা অতিষ্ঠ, তাছাড়া আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি রেজুলেশন করেছিলাম যে এই ইউনিয়নে মাইকিং বা কোন প্রচারণা করতে হলে ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হবে। তবে ভ্যানচালককে আহত করার বিষটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৩ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ