গৌরনদীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালী

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালী
শুক্রবার ● ২৩ জুন ২০২৩


গৌরনদীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে শুক্রবার সকালে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ ও বিকালে শহরে বণাঢ্য র‌্যালী,  আলোচনা সভা  ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাকেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সহ-সভাপতি  জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন,  পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ  প্রমূখ।

এমসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩১ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ