
সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণে বরগুনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নুরুল হক।
সভায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। এর আগে ভোটাররা একদিনে একটি নির্বাচনেই ভোট দিয়ে অভ্যস্ত থাকলেও এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করতে হবে। এ কারণে গণভোটে কীভাবে ভোট দিতে হবে- সে বিষয়ে অনেক ভোটারের মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে। সভায় একই দিনে দুটি ব্যালটে ভোট প্রদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নুরুল হক বলেন, দেশের জনগণ ভোট দিতে জানেন এবং অতীতেও নিয়মিত ভোট দিয়ে আসছেন। তবে এবার নতুন সংযোজন হিসেবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে গণসচেতনতা বাড়ানো জরুরি। তিনি বলেন, সহজ ও স্বচ্ছ পদ্ধতিতেই জনগণ ভোট দিতে পারবেন- এ বিষয়টি সবার কাছে পরিষ্কারভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।