সর্বশেষ
কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশায় বাড়ছে শীতের দাপট নুরের পথে বড় চ্যালেঞ্জ পটুয়াখালী-৩ আসনে বহিষ্কারেও অনড় বিএনপির তৃণমূল কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা গৌরনদী থেকে কুয়াকাটায় থাকা সেই গৃহবধূ হত্যার দায় স্বীকার করল স্বামী তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

আদালতে হাজিরার নির্দেশ বরগুনা-২ আসনের বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনিকে শোকজ

হোম পেজ » লিড নিউজ » আদালতে হাজিরার নির্দেশ বরগুনা-২ আসনের বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনিকে শোকজ
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

বরগুনা-২ আসনের বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনিকে শোকজ

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় বরগুনা জেলা জজ আদালত ভবনে সশরীরে উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালের জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিষিদ্ধ সংখ্যার বেশি ব্যক্তিসহ প্রবেশ করে তিনি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় তিনি উচ্ছৃঙ্খল আচরণ করেন, বিদ্বেষমূলক স্লোগান দেন এবং সাংবাদিকদের দিকেও তেড়ে যান। নোটিশে আরও বলা হয়, এ ঘটনায় সরকারি কাজে বিঘ্ন ঘটে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও উল্লেখ রয়েছে।

এ ঘটনায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়ক মুহাম্মাদ রেজাউল করীম আকন রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী সোহেল ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত শোকজ নোটিশ পাননি; সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন মাত্র।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫০ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ