গৌরনদীতে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. হোসাইন মো. লিওন (২১)। তিনি গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার বাসিন্দা এবং মো. জহিরুল ইসলাম বাবুলের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন মিতালী ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) মো. আমির হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে পরিচালনাকালে ইয়াবাসহ লিওনকে পাওয়া যায়।

 

স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫.১ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১৫ হাজার ৩’শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বুধবার আদালতে পাঠানো হয় বলেও গৌরনদী থানা সূত্রে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৮ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ