কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশায় বাড়ছে শীতের দাপট

হোম পেজ » আবহাওয়া » কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশায় বাড়ছে শীতের দাপট
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশায় বাড়ছে শীতের দাপট

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটায় ফের ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বুধবার সকাল ৯টায় কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া অফিসে চলতি মৌসুমের এবং গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসে। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। দিনের বেলাতেও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ, চরাঞ্চলের বাসিন্দা এবং গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেরা। অনেককে শীত নিবারণের জন্য আগুন পোহাতে দেখা গেছে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে।

 

স্থানীয় জেলে আবদুর রহিম বলেন, একদিকে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, বর্ষাকালে থাকে সংকেতের ঝামেলা, আর এখন শীত ও কুয়াশায় সাগরে কিছুই দেখা যায় না। আমরা যারা দিনমজুর, তারা এখন আল্লাহর দিকেই তাকিয়ে আছি।

বাংলাদেশ সময়: ১৬:০০:২৫ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ