তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

হোম পেজ » বরিশাল » তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি: গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার নলছিড়া ইউনিয়নের বাসুদেব পাড়া গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা সানাউল মৃধা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ওই এলাকার মোঃ জুয়েল সরদার এবং তার আত্মীয়-স্বজন ও অনুসারীরা দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামে অসহায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার বিষয়গুলো তুলে ধরেন। অভিযোগ রয়েছে, এক প্রবাসীর স্ত্রীসহ একাধিক নারী হুমকি, হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

 

সানাউল মৃধা আরও দাবি করেন, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, মানহানিকর প্রচারণা এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত। নলছিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, বাজারে চাঁদা দাবি এবং রাজনৈতিক মামলার অপব্যবহারের অভিযোগও তাদের বিরুদ্ধে তোলা হয়েছে।

 

এমতাবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সানাউল মৃধা। এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সরদারের প্রতিক্রিয়া নেওয়া হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৩৮ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ