কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আক্রম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহিম এবং লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল বাসার।

 

অনুষ্ঠানে কলাপাড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। তিনি ক্রীড়া শিক্ষকদের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধির জন্য সক্রিয় থাকার আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়নরা পরবর্তী পর্যায়ে পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৪ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ