কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া পৌরশহরের কোলঘেঁষে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া বাজারে (চাকামইয়া ব্রিজ সংলগ্ন) একটি পানের দোকান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ নুরুল ইসলাম তালুকদার জানান, তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওই পানের দোকান পরিচালনা করে আসছেন। স্থানীয় কাশেম মাস্টারের সহায়তায় দোকানঘরটি নির্মাণ করা হয়েছিল বলেও জানান।

 

অভিযোগে বলা হয়, সড়কের পাশে অবস্থান করায় উপজেলা প্রশাসন দোকানটি একসময় সরিয়ে দেয়। তবে পাশের দোকানের মালিক মনির ও তাঁর সহযোগীরা ওই স্থানে ইট ও বালু এনে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

 

ভুক্তভোগীর অভিযোগ, মনির নিজেকে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর সমর্থক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। নুরুল ইসলাম তালুকদারের দাবি, মনির পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত মনিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:২৩:২৬ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ