গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

হোম পেজ » গণমাধ্যম » গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬



গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবীন সদস্যরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় জহুরুল ইসলাম জহিরের নিজ বাসভবন ‘অনন্যা ভবন’-এ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। একই দিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিপেন্দ্র নাথ মণ্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারাও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. আনিসুর রহমান, আবু সাঈদ, মো. শামীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রূপা খানম, কে এম জুয়েল, মো. রাশেদ, মো. সোহেলসহ অন্যান্যরা। শুভেচ্ছা গ্রহণ করে জহুরুল ইসলাম জহির বলেন, গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। সভাপতির দায়িত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি এটি বড় দায়বদ্ধতার বিষয়ও।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৪ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ