নেছারাবাদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬


 

নেছারাবাদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের নেছারাবাদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহামদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসানসহ দলীয় নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সফিউল্লাহ নেছারী। এতে স্থানীয় আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৩ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ