চরফ্যাশনে শশুরের বিরুদ্ধে জামাতার চেক প্রতারণার অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে শশুরের বিরুদ্ধে জামাতার চেক প্রতারণার অভিযোগ
সোমবার ● ১২ জুন ২০২৩


চরফ্যাশনে শশুরের বিরুদ্ধে জামাতার চেক প্রতারণার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় জামাতা চরনাজিম উদ্দিন গ্রামের মোস্তাফিজুর রহমান তার সাবেক শশুর নীলকমল চর নুরুলআমীন গ্রামের জুলফিকার রহমানের বিরুদ্ধে চেক ডিজঅনআর(প্রতারনার)অভিযোগ তুলেছেন।
উত্তর চরনাজিমউদ্দিন গ্রামের মোস্তাফিজুর রহমান জানান, তার সাবেক শশুর তার কাছ থেকে মোট ৯লাখ টাকা নিয়েছেন। উক্ত টাকা না দেয়ায় স্থানীয় শালিশ বৈঠক হয়। এতে দু‘কিস্তিতে টাকা দেয়ার সিন্ধান্ত গ্রহণ করেন তার সাবেক শশুর। গত ১০ জানুয়ারী/২৩ তারিখে ২লাখ টাকা চেক রূপালী ব্যাংক চরফ্যাশন, ভোলা শাখায় দেয়া হয়। তারিখ মোতবেক চেক নিয়ে মোস্তাফিজুর রহমান ব্যাংকে গেলে হিসাব নং এ কোন টাকা নেই বলে ব্যবস্থাপক চেকটি ডিজঅনার করেন। আগামী ৩০ অক্টোবর/২৩ তারিখে ৭লাখ টাকার চেক রূপালী ব্যাংকের একই শাখা থেকে দেয়ার কথা রয়েছে। মোস্তাফিজুর রহমান বলেন, তার কন্যা মোসাঃ হাছনা হেনাকে ইসলামী শরিয়াহ মোতাবেক তালাক দেয়া হয়েছে। আমাকে সাবেক শশুর জুলফিকার রহমান ও তার কন্যা নানা ভাবে হয়রানী করেছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৯ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ