ছাতকে হাদা টিলার অভিযানে ১২শ‘ ফুট পাথর জব্ধ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে হাদা টিলার অভিযানে ১২শ‘ ফুট পাথর জব্ধ
মঙ্গলবার ● ৩০ মে ২০২৩


ছাতকে হাদা টিলার অভিযানে ১২শ‘ ফুট পাথর জব্ধ

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই টিলা মাটির  নিচে কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ পাথর রয়েছে। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে হাদা টিলা এলাকা অভিযান চালিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ১২শত ফুট পাথর জব্ধ করেন। রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

জানা য়ায়, গত শনিবার রাতে অবৈধ ভাবে ফরেষ্ট বিভাগের জায়গার টিলার মাটি কেটে পাথর উত্তোলন করে হচ্ছে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে হাদা টিলা এলাকা অভিযান চালিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ১২শত ফুট পাথর জব্ধ করেন। রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায়। উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা অবাধে কেটে পাথর খেকোদের কারণে ধবংস হচ্ছে পবিবেশ। ফলে এখানে পরিবেশ বিনষ্ট ও ধ্বংস হয়ে যাচ্ছে বিট ফরেষ্ট বিভাগের বনায়ন প্রকল্প। সামাজিক বনায়ন প্রকল্প ধ্বংস করেছে স্থানীয় একটি সিন্ডিকেট পাথর খেকো ও বৃক্ষ নিধনকারী চক্র এবং কতিপয় অসাধু ফরেষ্ট কর্মকর্তা মিলে টিলা কেটে পাথর উত্তোলন ও বাগানের গাছগুলো কেঁটে উজাড় করা হচ্ছে। ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত। কোটি কোটি টাকার পাথর রয়েছে এ টিলার মাটির নিচে। পুরো টিলা জুড়েই রয়েছে সরকারী বনায়ন।  ইউক্লিপটার্স, বেলজিয়াম, আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার বৃক্ষ রোপন করা হয়। কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা, বৃক্ষ নিধনকারী ও পাথর খেকো চক্র মিলে সৃজিত বাগানের গাছ কেঁটে উজাড় করে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী পাথর খেকো চক্র দিন ও রাতের অন্ধকারে টিলা কেটে পাথর উত্তোলন করছে। সরকারী কয়েক হাজার মুল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। প্রায় দু শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ও ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শ্রমিকরদের কাছ থেকে জরিমানা আদায় করলে ও পাথর খেকো মুলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। হাদা টিলা এলাকার মধ্যে কাচা, আধাপাকা প্রায় ৬৭টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব বসত বাড়ি থেকে পাথর খেকো চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন।অভিযান চালিয়ে
১২শত ফুট পাথর জব্ধ করেছে প্রশাসন
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই টিলা মাটির  নিচে কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ পাথর রয়েছে। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে হাদা টিলা এলাকা অভিযান চালিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ১২শত ফুট পাথর জব্ধ করেন। রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

জানা য়ায়, গত শনিবার রাতে অবৈধ ভাবে ফরেষ্ট বিভাগের জায়গার টিলার মাটি কেটে পাথর উত্তোলন করে হচ্ছে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে হাদা টিলা এলাকা অভিযান চালিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ১২শত ফুট পাথর জব্ধ করেন। রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায়। উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা অবাধে কেটে পাথর খেকোদের কারণে ধবংস হচ্ছে পবিবেশ। ফলে এখানে পরিবেশ বিনষ্ট ও ধ্বংস হয়ে যাচ্ছে বিট ফরেষ্ট বিভাগের বনায়ন প্রকল্প। সামাজিক বনায়ন প্রকল্প ধ্বংস করেছে স্থানীয় একটি সিন্ডিকেট পাথর খেকো ও বৃক্ষ নিধনকারী চক্র এবং কতিপয় অসাধু ফরেষ্ট কর্মকর্তা মিলে টিলা কেটে পাথর উত্তোলন ও বাগানের গাছগুলো কেঁটে উজাড় করা হচ্ছে। ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত। কোটি কোটি টাকার পাথর রয়েছে এ টিলার মাটির নিচে। পুরো টিলা জুড়েই রয়েছে সরকারী বনায়ন।  ইউক্লিপটার্স, বেলজিয়াম, আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার বৃক্ষ রোপন করা হয়। কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা, বৃক্ষ নিধনকারী ও পাথর খেকো চক্র মিলে সৃজিত বাগানের গাছ কেঁটে উজাড় করে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী পাথর খেকো চক্র দিন ও রাতের অন্ধকারে টিলা কেটে পাথর উত্তোলন করছে। সরকারী কয়েক হাজার মুল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। প্রায় দু শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ও ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শ্রমিকরদের কাছ থেকে জরিমানা আদায় করলে ও পাথর খেকো মুলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। হাদা টিলা এলাকার মধ্যে কাচা, আধাপাকা প্রায় ৬৭টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব বসত বাড়ি থেকে পাথর খেকো চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ০:১৩:০৯ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ