পিরোজপুরে ভিটামিন এ প্লাস টিকা পাচ্ছে ১লাখ ৩০হাজার ২১৯ শিশু

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ভিটামিন এ প্লাস টিকা পাচ্ছে ১লাখ ৩০হাজার ২১৯ শিশু
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৩


---

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, দেশের একটি শিশুও ভিটামিন এ প্লাস গ্রহণ থেকে বাদ থাকবে না। আমাদের স্বাস্থ্যকর্মীরা সবাই প্রশিক্ষন পেয়েছে। কিভাবে খাওয়াতে হবে সে সব নিয়মকানুনেরর বিষয়ে অভিজ্ঞ। এ বছর আমরা পিরোজপুর জেলার সাতটি উপজেলা দুইটি পৌরসভা ৫৩ টি ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার ২১৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা প্রদান করব।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৮ ● ১২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ