বামনায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » বরগুনা » বামনায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


বামনায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ৫ ঘটিকায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোরশেদ শাহরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন জনি র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল কবীর রেজা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৈশিকুর রহমান ইমরান সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার গর্বিত সারথি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:১৮ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ