বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রবীন্দ্রনাথ

প্রথম পাতা » গণমাধ্যম » বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রবীন্দ্রনাথ
শনিবার ● ১৩ আগস্ট ২০২২


বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রবীন্দ্রনাথ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছেন গোপালগঞ্জের প্রবীন ও খ্যাতিমান সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।তৃণমূল সাংবাদিকতার বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুনিজন সাংবাদিক হিসেবে তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
তিনি দীর্ঘ ৪০ বছর ধরে মফস্বল সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক সংবাদ পত্রিকাতে গোপালগঞ্জে সটাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তার প্রচেষ্টায় ও সহযোগীতায় গোপালগঞ্জে সৃজনশীল ও তৃণমূল সাংবাদিকতার বিকাশ ঘটে। গোপালগঞ্জের গণ মানুষের ভালবাসায় তিনি সিক্ত। তিনি একজন মৃত্তিকা সংলগ্ন সাংবাদিক। এসকল কর্মগুণে বিশেষ অবদান রাখায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক জনাকীর্ন অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসকাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। বেসরকারী পর্যায়ে এটি শ্রেষ্ঠ সাংবাদিক পুরষ্কার। তিনি একজন কবি, ছড়াকার, গীতিকার, প্রাবন্ধিক ও কলাম লেখক। তিনি ইংরেজী ১৯৫৫ সালে ১ অক্টোবর কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীর পিতা স্বর্গীয় মঙ্গল চন্দ্র অধিকারী এবং মাতা মানিক্যময়ী অধিকারী।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:০৩ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ