পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১


পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

 

“আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। দুর্নিতী বিরোধী শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচীতে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কলাপাড়া: কলাপাড়া উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতিত্বে উপজেলা প্রশাসন দরবার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্ম্দ শহীদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু রায়, সমাজ কল্যান কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

গলাচিপা: বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. রব শিকদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, আবু বকর শিবলি, সবুজ পাল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিকে রুখতে হলে সামাজিক অবকাঠামোকে সঠিকভাবে গড়তে হবে। নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ঘৃণা ও প্রত্যাখান করতে হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৬:২৬ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ