তজুমদ্দিনে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা-অতিরিক্ত পুলিশ সুপার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা-অতিরিক্ত পুলিশ সুপার
বুধবার ● ১৬ জুন ২০২১


তজুমদ্দিনে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা-অতিরিক্ত পুলিশ সুপার

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় করছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র ও এর আশেপাশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা। যারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করবে কোন ভাবেই তাদের ছাড় দেয়া হবেনা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্র‍য়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, এখন থেকেই নির্বাচনে প্রভাব বিস্তারকারী বহিরাগতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে থাকবে। সকল প্রার্থীদের তিনি নির্বাচনী আচরন বিধি মেনে চলার ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানান।
এসময়, আরো উপস্থিতি ছিলেন থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ তিন ইউপির  সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৭ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ