নাজিরপুরে ইউএনও’র সিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ইউএনও’র সিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বুধবার ● ১৬ জুন ২০২১


নাজিরপুরে ইউএনও’র সিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) কার্যালয়ের সি.এ মো. রুহুল আমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রভাব খাটিয়ে লুুট-পাট করছেন।
অভিযোগে জানা গেছে, তিনি গত ২০১৮-১৯ অর্থ বছরের ইউএনও  (রোজি আক্তার) বাসভবনের আসবাবপত্র (ফার্নিচার) ক্রয়ের জন্য বরাদ্দ পাওয়া প্রায় ৫ লাখ টাকার পুরোটাই আত্মসৎ করছেন। ওই কার্যালয়ের সাবেক কর্মচারী মো. তৌহিদুল ইসলাম সহ একাধীক কর্মচারীরা জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের দায়িত্ব পালনের টাকা না দিয়ে তা তিনি আত্মসৎ করেছেন। নাম প্রকাশ না করারা শর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারী জানান, সি.এ রুহুল আমীন  বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তির নামে ভুয়া কাজের প্রজেক্ট দেখিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসৎ করেন। এ ছাড়া তিনি সরকারী কোয়ার্টার সরকারী টাকায় সংস্কার করে গত  ৪ বছর ধরে বসবাস করলেও তার কোন  ভাড়া প্রদান করছেন না। একাধীক কর্মচারীরা জানান, গত ৪ বছর আগে তিনি এখানে যোগদানের পর থেকে  পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের পারিবারিক ভাবে ঘনিষ্ট পরিচয়ে প্রভাব খাটিয়ে এমন অনিয়ম ও দুর্নীতি করছেন। এসব অভিযোগের বিষয় মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সি.এ রুহুল আমীন জানান, বাসা ভাড়া নিয়মিত দিচ্ছেন। ফার্নিচার ক্রয় করা হয়েছে। নির্বাচনী ডিউটির কিছু টাকা অফিসের খরচ বাবদ রাখা হয়েছিলো বাকী টাকা বন্টন করা হয়েছে। কেহ আমাকে হয়রানী করতে এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪২ ● ৮৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ