চরফ্যাশনে শিক্ষা বোর্ডের পরিদর্শক দলের ১১বিদ্যালয় পরিদর্শন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে শিক্ষা বোর্ডের পরিদর্শক দলের ১১বিদ্যালয় পরিদর্শন
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১


চরফ্যাশনে শিক্ষা বোর্ডের পরিদর্শক দলের ১১বিদ্যালয় পরিদর্শন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় (পরিদর্শক) জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টীম উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
শুক্র বারে ৪ ও শনিবারে ৭টি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয় গুলোর মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি, বিদ্যালয়ের শাখা, বিজ্ঞান বিভাগ অনুমোদন, নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের নবম দশম শ্রেণিতে পাঠ দান। বিদ্যালয় গুলো হল ওচমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব ওচমানগঞ্জ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নীলকমল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নুরাবাদ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, উত্তরমঙ্গল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ভাষানচর স্থাপনার জন্যে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়, গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়, শওকত আরা মাধ্যমিক বিদ্যালয়, এওয়াজপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, গফুরপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়।
বরিশাল শিক্ষা বোর্ডের চলতি দায়িত্বে পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আপনাদের বিদ্যালয় গুলো পরিদর্শন করে কাগজপত্র দেখে গেলাম। খুব শ্রীঘ্রই আমি মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করবো। আপনাদের কাগজপত্র বোর্ডে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। আপনারা প্রভাবিত হবেন না। বিদ্যালয়ের পরিদর্শন রিপোর্ট পেশ করাই আমার কাজ। সকল প্রধান শিক্ষককে পরিদর্শন কাজে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানান। উপস্থিত সকল শিক্ষকগণও জামাল উদ্দিন স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় প্রধান শিক্ষক মাকসুদ, মোজাম্মেল হক, আমির হোসেন, হেলালী, মোছাদ্দেক হোসেন, রায়হানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৬ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ