কলাপাড়ায় ফাইলেরিয়া বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ফাইলেরিয়া বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১


কলাপাড়ায় ফাইলেরিয়া বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপজেলা পর্যায়ে ফাইলেরিয়া (গোদ) রোগের উপর সামাজিক উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
অ্যাসেন্ড প্রকল্প ইউকেএইড এর আর্থিক ও কারিগরি সহায়তায় ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তর কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদফতর এবং লেপ্রা বাংলাদেশ বাস্তবায়নে এ সভায় বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন মেজর (অবঃ) ডাঃ এম লুৎফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার, সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু প্রমুখ। বক্তারা ফাইলেরিয়া রোগ শণাক্তকরণ, চিকিৎসা, পরিসংখ্যান, প্রতিরোধ, যতœসহ নির্মূলের বিষয় ব্যাপক আলোচনা করেন। উল্লেখ্য কলাপাড়ায় ২০১৫ সালের তথ্যানুসারে ফাইলেরিয়া রোগীর সংখ্যা ৭৬ জন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩০ ● ২৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ