গণমাধ্যমে খবর প্রকাশ ৯১ বছর বয়সী শরীফের ভাগ্যে জুটল বয়ষ্কভাতার কার্ড

প্রথম পাতা » সর্বশেষ » গণমাধ্যমে খবর প্রকাশ ৯১ বছর বয়সী শরীফের ভাগ্যে জুটল বয়ষ্কভাতার কার্ড
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
অশিতিপর বৃদ্ধ শরীফ আলী মুন্সীর ভাগ্যে জুটল বয়ষ্কভাতার কার্ড। চোখের দৃষ্টিশক্তি হারাতে চলছে চিকিৎসার অভাবে। বয়স ৯১, তারপরও জোটেনি বয়ষ্কভাতা-গণমাধ্যমে এমন খবর প্রকাশে সমাজ সেবা অধিদফতর পটুয়াখালীর উপ-পরিচালক শীলা রানীর নির্দেশে কলাপাড়া সমাজ সেবা অফিস থেকে শরীফ আলী মুন্সীর হাতে বুধবার দুপুরে বয়ষ্কভাতার কার্ড হস্তান্তর করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম কার্ডটি হস্তান্তর করেন। এর আগে বঞ্চিত শরীফ আলী ইউএনও মো. তানভীর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। তিনি সমাজ সেবা কলাপাড়া অফিসকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে বেড়িবাঁধের স্লোপ ঘেঁষা বড় ছেলের বসতঘরে আশ্রয় বৃদ্ধ মানুষটির। স্ত্রী নেই। ছেলে শ্রমজীবী থাকায় দিন চলছে চরম অনটনে। বয়ষ্কভাতার কার্ডটি পেয়ে মানুষটি মনে স্বস্তি ফিরে পেল। মানুষটি অন্তত চিকিৎসা সহায়তা কিছুটা হলেও এ ভাতায় মেটাতে পারবেন বলে দাবি করলেন। মানুষটি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গণমাধ্যম কর্মীদের প্রতি।

বাংলাদেশ সময়: ১৫:০২:০৭ ● ৪৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ