আমতলীতে বজ্রপাতে ৭গরুর মৃত্যু

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বজ্রপাতে ৭গরুর মৃত্যু
বুধবার ● ১০ জুন ২০২০


আমতলীতে বজ্রপাতে ৭গরুর মৃত্যু

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা ও আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের সাতটি গরু বজ্রপাতে মারা গেছে। ঘটনা ঘটেছে বুধবার (১০ জুন) বিকেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার বিকেলে বজ্রবৃষ্টি শুরু হয়। ওই বজ্রপাতে হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের দুলাল হাওলাদারের দেড় লক্ষ টাকা মূল্যের তিনটি ও একই গ্রামের খোকন তালুকদারের ৫০ হাজার টাকা মূল্যের একটি এবং আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের প্রিন্স মৃধার এক লক্ষ টাকা মূল্যের দুইটি এবং একই গ্রামের রাজ্জাক মোল্লার ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা যায়। বজ্রপাতের সময় ওই সকল গরু মাঠে ঘাস খাচ্ছিল।
পশ্চিম চিলা গ্রামের দুলাল হাওলাদার বলেন, হঠাৎ বজ্রপাতে আমার তিনটি গরু মারা গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
গাজীপুর গ্রামের প্রিন্স মৃধা বলেন, মুই গবির মানু মোর সব শ্যাষ। আল্লায় মোর এ কি হরলো।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রাণী সম্পদ বিভাগের তদন্ত সাপেক্ষে বজ্রপাতে মারা যাওয়া গরুর মালিকদের সরকারীভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:১২ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ