আমতলীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫


আমতলীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪সদস্য গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দোলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে তাদের আমতলীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য মতে বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে  রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে দুই দিনের বিমান্ড মঞ্জুর করেন।  রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, দুইদিন রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:০৯:৩১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ